বিধানভবনে কর্মীদের তুমুল বিক্ষোভের মধ্যেই রবিবার দ্বিতীয় দফায় কলকাতা পুরসভার আরও ২৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress)। দ্বিতীয় দফার প্রার্থী তালিকার আগে প্রদেশ কংগ্রেস ভবনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, ‘স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করে হয়েছে।’’ প্রদেশ কংগ্রেস ভবনে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের একাংশের।

শনিবার প্রথম দফায় ৬৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল কংগ্রেস। এদিন দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও ঘোষণা করল তারা। রবিবার দ্বিতীয় দফায় কলকাতা পুরসভার আরও ২৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এদিন এর মধ্যে থেকে তিনটি আসনে প্রার্থী বদল করেছে প্রদেশ কংগ্রেস। ৮ নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কো-অর্ডিনেটর পার্থ মিত্রের নাম শনিবার প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল কংগ্রেস। রবিবার সকালে ভোল বদলে পার্থ মিত্র দাবি করেন, তিনি তৃণমূলেই ছিলেন। তৃণমূলেই আছেন। অন্য কোন দলে যাচ্ছেন না। প্রার্থী বদল করা হল ৩৮ এবং ১৩৯ নম্বর ওয়ার্ডে। ১৩৯ নম্বর ওয়ার্ডে আমির আলিকে বদলে প্রার্থী করা হল মহব্বত খানকে।
আরও পড়ুন- অন্যদের সঙ্গে পার্থক্য আছে তৃণমূলের, তবে সংসদে বিরোধী ঐক্য থাকবে: কংগ্রেসকে তোপ ডেরেকের



































































































































