Nandigram Bandh: সরকারি আধিকারিক নিগ্রহে রাস্তা আটকে অভিযুক্তদের মুক্তির দাবি বিজেপির

0
3

হরিপুর কিষান মাণ্ডিতে(Krishan Mandi) কৃষি আধিকারিককে মারধর করার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। সরকারি আধিকারিক(Govt Officer) নিগ্রহের ঘটনায় সেই অভিযুক্তদের মুক্তির দাবিতে শুক্রবার ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। বেলা বাড়তেই বনধকে(strike) ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো নন্দীগ্রামে(Nandigram)। মাণ্ডির সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করার চেষ্টা চালালো বিজেপি সমর্থকরা। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে নন্দীগ্রাম থানা থেকে প্রচুর পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছেন।

উল্লেখ্য, কৃষি দফতরে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিতে কর্তব্যরত সরকারি কর্মীকে হেনস্থা ও মারধরের অভিযোগে ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুর্নীতির অভিযোগ কিসান মাণ্ডি এক্সটেনশনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মীরা। কৃষি দপ্তরে স্মারকলিপি জমা দিতে গেছিলেন তাঁরা। তখনই মাণ্ডি থেকে বেরোচ্ছিলেন এক্সটেনশন অফিসার বিদ্যুৎবরণ। হাতের কাছে ওই আধিকারিককে পেয়ে মারধর শুরু করা হয়। বিজেপি–র মহিলা কর্মীরা তাঁকে লাথি, কিল, চড়, ঘুষি মারেন। এই ঘটনায় ছয় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে বিজেপির দাবি, অকারণেই গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। শিগগিরই তাদের কর্মীদের ছেড়ে দিতে হবে। এই ঘটনায় শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টা নন্দীগ্রামে বনধের ডাক দিয়েছে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব।