Indian Football: ‘ব্রাজিল ম‍্যাচে আমরা জেতার মানসিকতা নিয়ে মাঠে নামব’, বললেন ভারতীয় মহিলা দলের হেডস‍্যার

0
2

শুক্রবার সকালে মানাউসে চতুর্দেশীয় টুর্নামেন্ট খেলতে নামবে ভারতীয় মহিলা ফুটবল দল( India)। আর প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষে শক্তিশালী ব্রাজিল ( Brazil)। ফিফা র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রাজিল। শক্তিশালী প্রতিপক্ষ হলেও, ব্রাজিলের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ভারতের প্রমিলা ব্রিগেড।

শুক্রবার আন্ডারডগ হয়েই ব্রাজিলের বিরুদ্ধে  নামবে ভারত। তবে এই ম‍্যাচে লড়াইয়ের ডাক দিয়েছেন ভারতের হেডস্যার থমাস ডেনেরবি। এদিন সাক্ষাৎকারে ডেনেরবি জানিয়েছেন যে তার দল শেষ বাঁশি বাজা অবধি লড়বে।

সাংবাদিক সম্মেলনে থমাস ডেনেরবি বলেন,”ম‍্যাচে আমরা জেতার মানসিকতা নিয়ে মাঠে নামব। সবসময় আমাদের জয়ের মানসিকতাই থাকবে।  ব্রাজিল ম্যাচ নিয়ে দলের মধ্যে উত্তেজনা কাজ করছে। প্রতিপক্ষ দলে অনেক তারকা ফুটবলার রয়েছে। আমরা প্রত্যেকেই তাঁদের সম্মান করি। ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলাটাই আমাদের কাছে দারুণ একটা প্রাপ্তি। ভাল ফুটবল উপহার দিতে চাই।”

আরও পড়ুন:UEFA Champions league: চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় ম‍্যানসিটির, ২-১ গোলে হারাল পিএসজিকে