Governor: ব্যাখ্যা চেয়ে হাওড়া পুরসভার সংশোধনী বিল আটকালেন রাজ্যপাল, তীব্র সমালোচনা ফিরহাদের

0
5

ফের একের পর এক বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar)। মঙ্গলবার, রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে দুটো পুরভোট নিয়ে প্রশ্ন তোলার পরের দিনই হাওড়া (Howrah) পুরসভার সংশোধনী বিল আটকে দিলেন রাজ্যপাল। বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয়েছে হাওড়া পুরসভা (সংশোধনী) বিল, ২০২১। নিয়ম মেনে তা পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে। তাঁর স্বাক্ষর পাওয়ার পর আইনে পরিণত হবে। কিন্তু তা আটকে রেখে বিল সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের কাছে আরও ব্যাখ্যা চাইলেন রাজ্যপাল।

বুধবার, বিকেলে একটি টুইট (Tweet) করেন ধনকড়। তাতে লেখেন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২০০ মেনে পাশ হওয়া হাওড়া পুরসভা (সংশোধনী) বিল সংক্রান্ত বিষয়ে আরও তথ্য ও ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে।

রাজ্যপালের এই ভূমিকার তীব্র সমালোচনা করেন পরিবহনমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাজ্যপাল আদৌ সংবিধান মেনে কাজ করছেন কি না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ফিরহাদ বলেন, আগে রাজ্যপাল নিজে সংবিধান মেনে চলুন। তারপরে অন্যকে শেখাবেন। বালি পুরসভাকে হাওড়া থেকে পৃথক করে বিধানসভায় যে বিল পশ হয়েছে রাজ্যপাল তা আটকে রেখেছেন। পুরনির্বাচনকে কেন্দ্র করেও তাঁর ভূমিকা গণতন্ত্রের পরিপন্থী।

আরও পড়ুন- Free Ration: বিভিন্ন রাজ্যে ভোট তাই আরও ৪ মাস মেয়াদ বাড়ল বিনামূল্যে রেশনের!