Karim Benzema: শাস্তি পেলেন বেঞ্জিমা, এক বছরের জেলের পাশাপাশি জরিমানা ঘোষণা করল ফ্রান্সের আদালত

0
4

‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কান্ডে অবশেষে দোষী সাব্যস্ত হলেন ফ্রান্স ফুটবলার করিম বেঞ্জিমা (Karim Benzema)। এদিন ফ্রান্সের ভার্সেইয়ের ক্রিমিনাল আদালতের সভাপতি বেঞ্জিমাকে এক বছরের জেলের পাশপাশি ৭৫ হাজার ইউরোর জরিমানা ঘোষণা করেন। ২০১৫ সালে ফ্রান্স জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার সেক্স টেপ রেকর্ড করে তা ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে করিম বেঞ্জিমার বিরুদ্ধে। আর সেই সংক্রান্ত মামলার শুনানি হয় বুধবার। সেখানেই দোষী সাব্যস্ত হন বেঞ্জিমা।

আর্মেনিয়ার বিরদ্ধে এক প্রীতি ম্যাচের আগেই বেঞ্জিমার বিরুদ্ধে তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগ আনেন ভালবুয়েনা। এই অভিযোগ বেঞ্জিমা সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়ে তিনি নিজের সতীর্থকে সাহায্য করার জন্য তাঁকে সতর্ক করেছিলেন বলে জানান। কিন্তু গত মাসের ২০ তারিখ এই মামলার শুনানি শুরু হয়। রিয়ালের সঙ্গে নিজের চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত থাকা বেঞ্জমা এদিন কোর্টে উপস্থিত না থাকলেও ভালবুয়েনা উপস্থিত ছিলেন। অবশেষে আদালত বেঞ্জিমাকেই দোষী সাব্যস্ত করেন।

আরও পড়ুন:Ajinkya Rahane: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামবেন শ্রেয়স, সাংবাদিক সম্মেলনে জানালেন রাহানে