Manchester United: উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড

0
4

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions league) শেষ ষোলোয় পৌঁছে গেল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)।মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিলারিয়ালকে ২-০ গোলে উড়িয়ে দেয় রোনাল্ডর দল। ম‍্যাচে এদিন গোলও পেলেন সিআরসেভেন।

ম‍্যাচের প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম‍্যানইউ বনাম ভিলারিয়ালের ম‍্যাচ। তবে প্রথমার্ধে একাধিকবার আক্রমণে গেলেও, প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দুই দল। তবে ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় রেড ডেভিলসরা। যার ফলে ম‍্যাচের ৭৮ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। এরপর ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে ম‍্যানইউর হয়ে ২-০ করেন ব্রুনো ফার্নান্ডেজ। চ‍্যাম্পিয়ন্স লিগে ম‍্যানইউর সঙ্গে দু’বারের সাক্ষাতে দু’বারই হারের মুখ দেখল ভিলারিয়াল।

আরও পড়ুন:Mohammedan sporting club: ইস্তফা দিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি গুলাম আশরফ

সম্প্রতি খারাপ ফলের জন্য দলের ম্যানেজার ওলে গানার সোলসারকে বরখাস্ত করে ক্লাব। অন্তর্বর্তীকালীন ম্যানেজার মাইকেল ক্যারিকের কোচিংয়ে জয়ে ফিরল দল।