খায়রুল আলম, ঢাকা
দেশে করোনা ভ্যাকসিনের আওতায় এসেছে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। জাতীয় পরিচয় পত্র না থাকায় তারা এতদিন টিকা থেকে বঞ্চিত ছিলেন।
অবশেষে বিশেষ সুবিধার আওতায় বন্দর নগরী চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের ৩০০ জনকে অতিমারি করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্তা ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, প্রাথমিকভাবে তৃতীয় লিঙ্গের ৩০০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে। এছাড়া ছিন্নমূল, বস্তিবাসী ও বেদেসহ অবহেলিত বিভিন্ন সম্প্রদায়ের লোকজনকে টিকার আওতায় আনা হবে।

এদিকে দীর্ঘদিন পর টিকা নিতে পেরে খুশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। তাদের একজন জয়া।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া রেজিস্ট্রেশন করতে না পারায় আমরা মনে করছিলাম টিকা পাবো না। সরকার আমাদের বিশেষ বিবেচনায় টিকা দিয়েছে। তবে আজকে মাত্র ৩০০ জনকে টিকা দেওয়া হয়েছে। সবার জন্য টিকার ব্যবস্থা করতে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।
দুই মাস পর তাদের টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। বিশেষ সম্প্রদায়ের সবাইকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।

































































































































