খায়রুল আলম, ঢাকা: গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বাংলাদেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে গত বছরের ৩ এপ্রিলের পর থেকে দীর্ঘ ৫৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। এতে করোনায় মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৯৪৬ জনে অপরিবর্তিত থাকল।শনিবার বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তরফে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে।
বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের রোগী ধরা পড়ার পর প্রথম মৃত্যু ঘটেছিল ১০ দিন পর ১৮ মার্চ।
এরপর কম-বেশি মৃত্যুতে ওই বছরের ৩ এপ্রিল কারও মৃত্যু ঘটেনি। তারপর শনিবারের আগে মৃত্যুহীন দিন আর ছিল না।