Threat call- Udayan Guha : উড়োফোনে উদয়ন গুহকে হুমকি,  অভিযোগ সাইবার ক্রাইমে

0
3

উড়োফোনে তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহকে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ, গত রাতে অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে উদয়ন গুহকে৷ শুক্রবার দুপুরে কলকাতা থেকে নিউকোচবিহার স্টেশনে নেমে উদয়ন গুহ বলেন তিনি এব্যাপারে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানাবেন। পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হবে। অভিযোগ রাত ১০ টা নাগাদ তার মোবাইলে ফোন আসে৷ হিন্দি ভাষায় ফোনের ওপাড় থেকে উড়ে আসে অশ্লীল ভাষা৷ উদয়ন পাল্টা মেজাজ হারিয়ে ক্ষেপে উঠতেই ফোনের ওপার থেকে তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে৷ উদয়ন গুহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও বাজে মন্তব্য করা হয়েছে৷ উদয়ন শিবিরের দাবি সম্প্রতি বিধানসভায় বিএসএফ ইস্যুতে মন্তব্য করেছিলেন উদয়ন গুহ৷ বিএসএফের সীমান্তে কার্যকলাপ ঘিরে কড়া ভাষাতে সমালোচনাও করে। যা নিয়ে তপ্ত হয়েছিল বিরোধী গেরুয়া শিবির৷ বিএসএফের কার্যকলাপ নিয়ে সমালোচনার জেরেই এই হুমকি ফোন বলে দাবি উদয়ন ঘনিষ্ঠ শিবিরের৷ যখন হুমকি ফোন আসে তখন উদয়নবাবু কলকাতা থেকে কোচবিহারের পথে পদাতিক এক্সপ্রেসে ছিলেন৷ আজ দুপুরে নিউকোচবিহার স্টেশনে নেমেছেন তিনি। এরপর উদয়ন বাবু জানিয়েছেন তিনি আজই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানাবেন। যদিও বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর দাবি এসব ভিত্তিহীন অভিযোগ করছেন উদয়ন গুহ৷ এধরনের সংস্কৃতি বিজেপির নয়।