সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে (Social Media) একটি ভিডিও ভাইরাল (viral video) হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে মনোজ মিত্তল নামে হরিয়ানার (Mbbs of Haryana eating cowdung) এক চিকিৎসক গোবর খাচ্ছেন , গোমূত্র খাচ্ছেন। ভিডিওতে সেই চিকিৎসক দাবি করেছেন, গোবর দেহ, মন ও আত্মাকে শুদ্ধ করতে সাহায্য করে। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ছবিতে আরও দেখা গেছে হরিয়ানার কারনালের বাসিন্দা ওই চিকিৎসক একটি গোয়ালঘরে দাঁড়িয়ে গোমূত্র ও গোবরের উপকারিতা নিয়ে বক্তব্য রাখছেন। সেগুলির উপকারিতা সকলকে বোঝানোর চেষ্টা করছেন। এমন কী দেখা গিয়েছে মাটিতে পড়ে থাকা গোবর তুলে তিনি খেয়ে নিচ্ছেন এবং প্রকাশ্যে বলছেন তাঁর মা প্রত্যেক দিন সকালে গোবর খেয়ে নিজের উপবাস ভঙ্গ করতেন।
একজন চিকিৎসকের প্রকাশ্যে এভাবে গরুর শরীর থেকে নির্গত বর্জ্য খেয়ে দেখিয়ে ভিডিও প্রকাশ করায় যারপরনাই চাঞ্চল্য ছড়িয়েছে । সোশ্যাল মিডিয়ার দৌলতে ওই চিকিৎসকের প্রকাশিত ভিডিও ইতিমধ্যেই ভাইরাল । সকলের হাতে হাতে ঘুরছে আর সেখানেই প্রশ্ন উঠেছে গরুর দেহ থেকে নির্গত বর্জ্য মানুষের স্বাস্থ্যের পক্ষে কতটা প্রয়োজনীয়। চিকিৎসক মহলেও এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । চিকিৎসকদের সংখ্যাগরিষ্ঠের দাবি গোবর বা গোমূত্র স্বাস্থ্যের পক্ষে লাভজনক এই দাবির সপক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিজ্ঞানসম্মত কোনো গ্রহণযোগ্য যুক্তিও নেই। কিন্তু প্রকাশ্যে এভাবে খোদ একজন চিকিৎসকই গোবরের সুফল নিয়ে সওয়াল করায় চিকিৎসক মহলেই এ নিয়ে প্রশ্ন উঠেছে।