হিমেল বাতাসের স্পর্শ আর রোদ ঝলমলে মনোরম আকাশ আর মাত্র দুদিন। তারপরই ফের বৃষ্টি। স্বভাবতই আবহাওয়া দফতরের বার্তায় মনভার সাধারণ মানুষের। আজ, শুক্রবার থেকেই বাড়ছে তাপমাত্রা। শনিবার থেকে ফের দেখা যেতে পারে মেঘলা আকাশ। রবি ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন শুক্রবার থেকে আবার জলীয়বাষ্প ঢুকবে। এর ফলেই সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হবে।  কলকাতায় বেড়েছে রাতের তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ৩০.৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি। কলকাতার তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
রবিবার রাত থেকে সোমবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে। কলকাতাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। পশ্চিম, মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ অন্ধপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এর প্রভাবেই রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
        












































































































































