বাড়ির দরজায় এসে হাঁকডাক রেশন ডিলারের।দরজা খুলুন, রেশন নিয়ে এসেছি। এইভাবে সিঙ্গুরে (Singure) শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘দুয়ারে রেশন’ প্রকল্প।বৃহস্পতিবার, সিঙ্গুরের নসিবপুর গ্রাম পঞ্চায়েতের মোল্লাসিমলা গ্রামে ভ্যানে চাপিয়ে রেশন সামগ্রী বিতরণ করেন রেশন ডিলার সুধীরচন্দ্র কোলে (Sudhirchandra Kole)।
আগে গ্রাহকদের কাজ ফেলে লাইন দিতে হত রেশন দোকানে। রাজ্যের মানুষের অসুবিধার কথা ভেবে দুয়ারে রেশন প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে শুরুও হয়ে গিয়েছে দুয়ারে রেশন প্রকল্প। আর সকাল সকাল বাড়ির দরজায় রেশন পেয়ে খুশি উপভোক্তারা।
এলাকার বাসিন্দারা জানান, আগে কাজ ফেলে রেশন তুলতে রেশনের দোকানে দীর্ঘক্ষণ লাইন দিতে হতো। এই দুয়ারে রেশন প্রকল্প শুরু করে তাঁদের অনেক অসুবিধা দূর করলেন মুখ্যমন্ত্রী। এজন্য এলাকার বাসিন্দারা তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ভাবে ধন্যবাদও জানান।
এর পাশাপাশি রেশন ডিলারদের গলাতেও এই প্রকল্প চালু হওয়ার কোনো অভিযোগের সুর শোনা যায়নি।উল্টে রেশন ডিলাররা জানান সাধারণ মানুষ যাতে উপকৃত হবে তাতে কারোরই কোনো অভিযোগ থাকতে পারেনা।আর এই প্রকল্পের জন্য অনেক বেকার যুবকদের কর্মসংস্থানও হবে।তাই শেষে বলাই যায় মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশন প্রকল্প আবারও একটি সুপারহিট প্রকল্প হিসাবে গন্য হলো সাধারণ মানুষের কাছে।
আরও পড়ুন- North 24 Pargana: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তুঙ্গে তৎপরতা, এলাকা পরিদর্শন অধিকারিকদের