Asansol:জন্মদিনের পার্টিতে ছোড়া হল চার-চারটি গুলি! গ্রেফতার ২

0
2

জন্মদিনের পার্টিতে গুলি! শূন্যে গুলি ছুঁড়ে উদযাপন করা হল জন্মদিন। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে আসানসোলার(Asansol) কুলটি থানার বরাকরের রিভারসাইড গোয়ালা পট্টিতে। পার্টির মাঝেই চালানো হয় চার রাউন্ড গুলি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়(Social Media) এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে।। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কালো জ্যাকেট এবং ট্রাউজার পরে এক যুবক শূন্যে গুলি ছুড়ছেন। পাশে আরও একজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিয়ো। আর তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। ধৃতদের নাম মনোজ যাদব ও ধর্মেন্দ্র যাদব।

আরও পড়ুন:China:ভুটান ভূখণ্ডে জমি দখল করে চিনা গ্রাম বানাচ্ছে লাল ফৌজ

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মনোজের বাড়িতে জন্মদিনের(Birthday) একটি অনুষ্ঠান ছিল। সেখানে নিজের লাইসেন্সপ্রাপ্ত  পিস্তল নিয়ে এসেছিলেন ধর্মেন্দ্র। পার্টি চলাকালীন আচমকাই মনোজ ওই পিস্তল নিয়ে পর পর ৪ রাউন্ড গুলি চালান। মোবাইল ক্যামেরায় তোলা গুলি চালানোর ওই দৃশ্য মুহূর্তের মধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। খবর পেয়ে কুলটি থানা(Kulti Police Station) ও বরাকর ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছয়। প্রথমে দু’জনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

ধৃত ধর্মেন্দ্রের দাবি, তাঁর পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত। পাল্টা পুলিশ জানায়, লাইসেন্স থাকলেই ইচ্ছামতো কেউ গুলি চালাতে পারেন না। এরজন্য কারোর প্রাণসংশয় হতে পারত। তাছাড়া বন্দুকের লাইসেন্স যাঁর নামে তিনিই কেবল গুলি চালাতে পারেন।সেখানে মনোজ কি করে গুলি চালালো? এইসকল প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি ধৃতরা। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে।