India-New Zealand : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম‍্যাচ জিতলেও, দলের খেলায় খুশি নন ভারত অধিনায়ক রোহিত শর্মা

0
2

গতকাল ভারত-নিউজিল‍্যান্ড (India- new Zealand) টি-২০ ( T-20) সিরিজের প্রথম ম‍্যাচে জয় পেয়েছে ভারত ( india)। এই ম‍্যাচ থেকেই টি-২০ ফর্মাটে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে শুরু করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে জয় পেলেও, দলের খেলায় খুশি নন রোহিত। বললেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেমন ভাবে জিততে চেয়ে ছিলাম, সেটা হলো না।

ম‍্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন,” যতটা সহজে জিতব ভেবেছিলাম ততটা সহজ হয়নি কাজটা। এই ম্যাচ ছেলেদের কাছে একটা দারুণ শিক্ষা দিয়ে গেল। ওদের বুঝতে হবে যে, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কখন কী করতে হবে। সব সময় শুধু ধুমধাড়াক্কা মারলেই চলবে না। এই শিক্ষা পরবর্তী ম‍্যাচে কাজে লাগবে।”

এর পাশাপাশি রোহিত আরও বলেন,” অধিনায়ক হিসেবে, যে ভাবে ম্যাচটা শেষ হয়েছে তাতে আমি খুশি। একটা ভাল ম্যাচ খেললাম। অনেকে এই সিরিজে খেলছে না। কিন্তু বাকিদের কাছে এই সিরিজ নিজেদের তুলে ধরার ভাল সুযোগ। এক সময় মনে হচ্ছিল নিউজিল্যান্ড ১৮০ রানের বেশি তুলে দেবে। কিন্তু দলের দুরন্ত বোলিং পারফরম্যান্সের কারণে সেই রান তুলতে পারেনি নিউজিল্যান্ড।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস