প্রায় দু’বছর পর ইডেনে ( Eden) ফিরছে আন্তর্জাতিক ম্যাচ। ২১ নভেম্বর ক্রিকেটের নন্দন কাননে হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড ( India- New Zealand ) তৃতীয় টি-২০ (T-20) ম্যাচ। আর এই ম্যাচে আমন্ত্রণ জানান হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার দুপুরে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে আসেন। তবে ২১ তারিখের ম্যাচে মুখ্যমন্ত্রী যাবেন কীনা তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর কোন এক সময় ইডেনে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা প্রভাবের পর আবারও ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে ক্রিকেট ফিরলেও ম্যাচে কোন থাকছে না জাঁকজমক। হবে না এবার মাঠে কোনও অনুষ্ঠানও, এমনটাই খবর সিএবি সূত্রে।
আরও পড়ুন:বিরাটের রেস্তোরাঁয় ব্রাত্য সমকামীরা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়















































































































































