পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput ) পরিবারের পাঁচ সদস্যের। মঙ্গলবার সকালে বিহারের লখাইসরাই জেলায় ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে সুশান্তের পরিবারের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গাড়ির চালকসহ বাড়ির পাশে মৃত্যু হয়।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পাটনা থেকে সবাই মিলে একসঙ্গে ফিরছিলেন তাঁরা। সুশান্তের জামাইবাবু ওপিসিংয়ের দিদির শেষকৃত্যে অংশ নিতে গিয়েছিলেন তারা। সুমো করে ফিরছিলেন সবাই। গাড়িতে ছিলেন মোট দশ জন। আচমকাই বিপরীত দিক থেকে ছুটে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এসইউভিটির। ড্রাইভার সহ মোট ছয় জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছে লালজিৎ সিং , তাঁর দুই সন্তান। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। প্রয়াত চালকের নাম প্রীতম কুমার। একই পরিবারের পাঁচ সদস্যর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।







































































































































