Skoch Award: নয়া পালক বাংলায় মুকুটে, ফের আন্তর্জাতিক ‘স্কচ’ পুরস্কার পেল রাজ্য

0
2

অতিমারির আবহেও উন্নয়নের গতি অব্যাহত রাখার কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেল রাজ্য সরকার। আন্তর্জাতিক ‘স্কচ’ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গের পর্যটন ও শিক্ষা দফতর। টুইট করে এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছে করোনা পরিস্থিতিতে ভালো কাজ করার জন্য পশ্চিমবঙ্গের পর্যটন দফতর স্কচ গোল্ডেন পুরস্কার পেয়েছে। দফতরের সমস্ত কর্মীদের অভিনন্দন।’

স্কচ গোল্ডেন পুরস্কার পেয়েছে রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা – দুটি বিভাগই। এই মুহূর্তে এই দুই বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। দীর্ঘ প্রায় দেড় বছর স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, রাজ্যে পড়াশোনার মানোন্নয়ন হয়েছে। ভালভাবেই শিক্ষার পরিস্থিতি সামলেছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, কর্মীরা। ‘স্কচ’ পুরস্কার প্রাপ্তি তারই স্বীকৃতি।

আরও পড়ুন- Corporation Election: রাজ্য নির্বাচন কমিশনের বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবরা