বড়সড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)। পূর্ব মহারাষ্ট্রের গড়চিরৌলিতে (Gadchiroli) পুলিশের গুলিতে খতম হল ২৬ মাওবাদী (Maoist)। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মাওবাদীদের পালটা গুলিতে ৪ পুলিশ কর্মী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রের দাবি। তাঁদের দ্রুত হেলিকপ্টারে নাগপুর (Nagpur) নিয়ে যাওয়া হয়েছে।
বেশিরভাগ দিনই গড়চিরৌলিতে সেনা জওয়ান তথা সাধারণ মানুষকে টার্গেট করে মাওবাদীরা। মাঝে মাঝেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। চলে গুলির লড়াই। শনিবার ওই এলাকায় অভিযান চালাতে যায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ (C-60) বাহিনীর একটি দল। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে ২৬ জনকে খতম করেছে মহারাষ্ট্র পুলিশ। জানা গিয়েছে, গুলির লড়াইয়ে ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন।
আরও পড়ুন: Mahua Moitra: গোয়া TMC-র ইনচার্জ হলেন মহুয়া মৈত্র
গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেছেন, ‘‘এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মৃতদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। এখনও তল্লাশি অভিযান চলছে। গোটা অপারেশন সফলভাবে পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে।’’















































































































































