টি-২০ বিশ্বকাপের ( T-20 world cup) পর ভারতীয় দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী ( Ravi Shastri)। আর দায়িত্ব ছাড়ার পরেই বিতর্কিত মন্তব্য করে বসলেন শাস্ত্রী।
এদিন এক সর্বভারতীয় মিডিয়ায় দেওয়া সাক্ষাতকারে শাস্ত্রী বলেন, টি-২০ বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণায় কেবল নির্বাচকদেরই হাত ছিল, আর এতে অধিনায়ক বিরাট কোহলি কিছুই বলতে পারেননি। মূলত বিশ্বকাপের দলে যুজবেন্দ্র চ্যাহাল ও শিখর ধাওয়ানের না থাকা নিয়ে সমর্থকরা আঙুল তুলেছিল শাস্ত্রী-কোহলির উপরে। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিলেন শাস্ত্রী।

এছাড়াও তিনি বলেন,” আমি দল নির্বাচনের বিষয়ে নিজেকে জড়াই না। আমি শুধু প্রথম একাদশ নির্বাচন করতে পারি। তবে হ্যাঁ আমি নির্বাচনের ক্ষেত্রে আমি জড়িত আছি, তো আমার কথা উঠবেই। তবে এক্ষেত্রে এইটুকু বলতে পারি দল নির্বাচন করার ক্ষেত্রে আমার বা অধিনায়কের কোন হাত থাকে না।”

উল্লেখ টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের পরই দল নির্বাচন নিয়ে না না কথা ওঠে।
আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস













































































































































