আপাতত গান গাওয়া বন্ধ সাহানা বাজপেয়ীর (Sahana Bajpaie)। এমনকী বন্ধ কথা বলাও। হঠাৎ কী হল এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর? উত্তর নিজেই স্যোশাল মিডিয়ায় লিখেছেন সাহানা। তাঁর ফেসবুক পোস্ট বলছে, সম্প্রতি স্ট্রোবোস্কোপিক (Stoboscopic) পরীক্ষা হয়েছে। তাতে ধরা পড়েছে স্বরযন্ত্রে যথেষ্ট পরিমাণ রক্ষক্ষরণ হয়েছে। মাসখানেক গান গাইতে, চিৎকার করতে এমনকী কথা বলতে বারণ করা হয়েছে শিল্পীকে।
https://m.facebook.com/story.php?story_fbid=10159458253375642&id=508990641&sfnsn=wiwspwa
সাহানা লেখেন, “আপনারা দয়া করে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিন। আমার নীরবসত্তার সঙ্গে আমি নিজেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটি আমার এমন এক রূপ, যা আমি এতদিন নিজেই আবিষ্কার করার সুযোগ পাইনি। আমি যাঁদের উপর চিৎকার করি, তাঁদেরকেও দূরে থাকার অনুরোধ রইল। আমি নিজের সঙ্গেও দূরত্ব তৈরি করছি।”

গবেষণার কাজের জন্য কখনও শান্তিনিকেতন, কখনও কলকাতায় থাকছেন সাহানা। সঙ্গে চলছে অনুষ্ঠান। তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত থেকে লোকগান-সব মন ছুঁয়ে যায় শ্রোতাদের। বহু বাংলা ছবিতেও গান গেয়েছেন সাহানা। তবে, আপাতত এক মাস নিঃশব্দেই কাটাতে হবে তাঁকে।








































































































































