কোটিপতিদের বসবাসের নিরিখে দেশের মধ্যে চতুর্থস্থানে কলকাতা। ১০ হাজার ডলার সম্পত্তি রয়েছে এমন কোটিপতিদের বাসস্থানের নিরিখেই এই তথ্য উঠে এসেছে।

প্রথম স্থানে রয়েছে বাণিজ্যনগরী মুম্বই। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে দিল্লি ও বেঙ্গালুরু। তারপরই কলকাতা।

দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ‘’নিউ ওয়ার্ল্ড ওয়েলথ’’ (এনডব্লুডব্লু) তাদের সমীক্ষার রিপোর্টে এমন তথ্য দিয়েছে। মোট সম্পত্তির বিচারে কলকাতার তুলনায় এগিয়ে রয়েছে প্রযুক্তিনগরী বেঙ্গালুরু। কলকাতায় ধনী ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি থাকলেও তাঁরা বর্তমানে অন্য শহরে থাকেন। কোটিপতিদের শিকড় বিবেচনা করলে কলকাতা এগিয়ে ঠিকই, কিন্তু এঁদের অনেকেই বর্তমানে কলকাতায় থাকেন না।

গত ৭ বছর ধরে এই সংস্থা ধনকুবেরদের নিয়ে নানা সমীক্ষা চালিয়ে আসছে। তাদের দাবি, ভারতে শত কোটিপতির সংখ্যা অন্য দেশের তুলনায় বেশি। এনডব্লুডব্লুর রিপোর্ট মতে, ভারতে নিযুতপতির সংখ্যা ৩৩ হাজার। যাঁদের প্রত্যেকের নেট সম্পত্তির পরিমাণ কমপক্ষে ১০ লক্ষ ডলার। অন্যদিকে, ১০ মিলিয়ন বা এক কোটি ডলার সম্পত্তি রয়েছে এমন ব্যক্তির সংখ্যা রয়েছে ২১ হাজার। আবার ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার সম্পত্তি রয়েছে এমন ধনকুবেরের সংখ্যা রয়েছে ১ হাজার ৭৪ জন।



































































































































