কেন্দ্র বিনামূল্যে রেশন বন্ধ করলেও রাজ্য দেবে বলে জানালেন খাদ্যমন্ত্রী

0
3

বিধানসভা ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেও ইতিমধ্যেই বিনামূল্যে রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে অতিমারি পর্বে অনেকেই কাজ হারিয়েছেন। পাশাপাশি জ্বালানির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তর। তাই জনগণের স্বার্থে রাজ্য সরকার বিনামূল্যে রেশন পরিষেবা চালু রাখছে। রবিবার মাইকেল নগরের নিজ বাসভবনে  সাংবাদিকদের সামনে এমনটাই জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

 

আরও পড়ুন:লখিমপুর কাণ্ড: কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের বন্দুক থেকেই চলেছিল গুলি,ফরেন্সিক রিপোর্টের দাবি

এদিন তিনি আরও জানান, ‘‘রাজ্য সরকারের বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রয়েছে এবং সেটা চালু থাকবে। এর জন্য রাজ্য সরকারের বরাদ্দ যা রয়েছে তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা দেওয়া হচ্ছিল, সেটা ওরা বন্ধ করেছে। গরিব কল্যাণের নামে সাময়িকভাবে মানুষকে সুবিধা দিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণ জানা নেই। করোনা পরিস্থিতি এখনও চলে যায়নি। কেন বন্ধ করলেন ওঁরাই ভাল জানবেন। তবে রাজ্য সরকারের খাদ্যসাথীর মাধ্যমে যে রেশন ব্যবস্থা চালু রয়েছে তাতে মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে”।