‘ব্রাহ্মণ ও ব্যবসায়ীরা আমার পকেটে’, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার, নিন্দা করেছে কংগ্রেস

0
2

‘ব্রাহ্মণ ও ব্যবসায়ীরা আমার পকেটে।’ বিতর্কিত মন্তব্য বিজেপির (BJP) মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইনচার্জ পি মুরলিধর রাওয়ের (P Murlidhar Rao) এর তীব্র নিন্দা করেছে কংগ্রেস (Congress)। একই সঙ্গে ক্ষমা চাওয়ার দাবিও করেছে।

সোমবার সাংবাদিক বৈঠকে মুরলিধর বলেন, ‘আমার ভোটব্যাঙ্ক, আমার কর্মী ও আমার নেতাদের মধ্যে ব্রাহ্মণ (Brahmins) ছিল তাই একে ব্রাহ্মণ পার্টি বলা হয়। ব্যবসায়ীরা এলে বনিয়ার (Baniya) দল হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। দল সবার জন্য শুরু হয়েছিল কিন্তু তখন কিছু সম্প্রদায়ের লোক বেশি ছিল দলে, তাই আপনি বলতেন এই পার্টি তাদের। আমরা নিজেদের দলকে সবার জন্য করার কাজ করেছি।’

আরও পড়ুন: পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে টিকা-বৈষম্য: বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

পি মুরলিধরের এই মন্তব্যের পাল্টা দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটির রাজ্য সভাপতি কমল নাথ (Kamal Nath) বলেন, ‘রাও এই সম্প্রদায়গুলিকে তাঁদের পৈতৃক সম্পত্তির মতো আখ্যা দিয়ে সেই সম্প্রদায়গুলিকে অপমান করেছেন।’

এমন বিতর্কিত মন্তব্যের পর বিজেপি নেতা আবার জানিয়েছেন, বিজেপি এমন একটি পার্টি যে কখনই কারও বিরুদ্ধে বৈষম্য করে না।