নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে তলিয়ে গেল গাড়ি, রক্ষা যাত্রীদের

0
4

গাজলডোবা ফুলবাড়ি  তিস্তা ক্যানেলে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে গেলো একটি গাড়ি। কোনও রকমে গাড়ির কাচ ভেঙে বেরিয়ে এসে প্রাণে বাঁচলেন গাড়ির ৪ আরোহী । রাজগঞ্জ ব্লকের শিবনাথ পাড়া ফুলবাড়ি আমবাড়ি তিস্তা ক্যানেলে সোমবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে যায় একটি চার চাকার ওই গাড়িটি । গাড়িতে থাকা চারজনই কাচ ভেঙ্গে বেরিয়ে এসে প্রাণ বাঁচায়। ঘটনার পর ছুটে আসে স্থানীয় বাসিন্দারাও। খবর দেওয়া হয় আমবারি ফাঁড়ির পুলিশকে।আমবাড়ি ফাঁড়ির পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টার পর গাড়ি থেকে উদ্ধার করতে সক্ষম হয়। সামান্য আহত হয়েছে দুজন। গাড়িতে থাকা এক ব্যক্তি জানায় ক্রান্তি থেকে শিলিগুড়ি যাওয়ার সময় হঠাৎ করে ক্যানেলে উল্টে যায় গাড়িটি।গাড়িতে থাকা সমস্ত মানুষই ঘুমের মধ্যে ছিল।বিশেষ কাজে ক্রান্তি থেকে শিলিগুড়ি যাওয়া হচ্ছিল।গাড়ির কাঁচ ভেঙ্গে চারজনে বেরিয়ে যায়।