আগামী বছর ফের রাজ্যে “বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন”

0
2

করোনা মহামারির জন্য দু’বছর বন্ধ থাকার পর ফের রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় হতে চলেছে “বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন”। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ২০ এবং ২১ এপ্রিল, এই দু’দিন চলবে বাণিজ্য সম্মেলন। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বিনিয়োগ টানতে নিয়ম করে বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হতো। যেখানে দেশ-বিদেশের শিল্পপতিরা এসে এই সম্মেলনে অংশ নিতেন।কিন্তু মহামারী আবহে দু’বছর তা বন্ধ রাখা হয়েছে।

একইসঙ্গে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ বিদেশি শিল্পোদ্যোগী ও বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। অসমর্থিত সূত্র মারফত আরও জানা গিয়েছে, রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরতে বিদেশেও পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিনিধি হিসেবে রাজ্যপালকেও এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে নবান্নের তরফের।