৫ বছর আগে ঠিক আজকের দিনে অতর্কিতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে গোটা দেশকে দুর্ভোগের চূড়ান্ত জায়গায় পৌঁছে দিয়েছিল মোদি সরকার। নোটবন্দির(demonetisation) সেই ভয়াবহ জের চলছিল বেশ কিছু বছর ধরে। অর্থনৈতিক ক্ষেত্রেও শুরু হয়েছিল প্রচুর সমস্যা। তবে এমনটা যে হবে তা শুরুতেই বুঝতে পেরেছিলেন মমতা, সোমবার নোটবন্দির ৫ বছর পূর্তিতে এমনটাই দাবি করলেন তৃণমূলের(TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন(Derek O’Brien)।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের সেই টুইটের স্ক্রিনশট তুলে ধরে এদিন মোদি সরকারকে তোপ দাগার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা করেন ডেরেক ও’ব্রায়েন। টুইটারে তিনি লেখেন, “মোদী সরকারের বিমুদ্রাকরণের সিদ্ধান্তের কঠোরতম বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী হতে চলেছে আগামী দিনে সেদিকেও ইঙ্গিত করেছিলেন।” প্রসঙ্গত, টুইটে দেখা যায় যে, নোটবন্দির সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রীর উদ্দেশে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছিলেন, কালো টাকা ও দুর্নীতির চূড়ান্ত বিরোধী আমিও। কিন্তু এই সিদ্ধান্তের ফলে ছোট ব্যবসায়ী ও সাধারন মানুষ ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে। তারা কিভাবে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন? তাই নয় এটা দেশের অর্থনীতির জন্য এক চূড়ান্ত বিপর্যয় বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি সরাসরি মোদিকে তোপ দেগে তিনি আরো লিখেছিলেন, বিদেশ থেকে কালো টাকা দেশে আনার যে প্রতিশ্রুতি মোদী দিয়েছিলেন তা করতে পারেননি। নিজের ব্যর্থতা ঢাকতেই এই কাজ করেছিলেন মোদী।













































































































































