প্রাণের চেয়েও প্রিয়। কয়েনের এক পাড় যদি হয় একডালিয়া এভারগ্রিন, অন্য পাড় সুব্রতদা। গড়িয়াহাট মোড়ের এই ক্লাবটিকে একার হাতে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ১৯৭২ সাল থেকে যে ক্লাব ও পুজোর টানা ৫০ বছর সভাপতি ছিলেন তিনি। যে ক্লাবের দুর্গাপুজোকে রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে বিখ্যাত করেছেন তিনি। তাই একডালিয়াও ভুলতে পারবে না তাদের এভারগ্রিন দাদাকে। একডালিয়া ভুলতেও চায় না প্রিয় প্রেসিডেন্টকে।

এবার দক্ষিণ কলকাতার বিখ্যাত একডালিয়া এভারগ্রিন ক্লাব ভবনের নামকরণ হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের নামে। শুধু তাই নয়, ক্লাব চত্বরেই বসানো হবে সুব্রতবাবুর পূর্ণাবয়ব মর্মরমূর্তিও। ক্লাবের প্রাণপুরুষ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে এমনই সিদ্ধান্ত নিচ্ছেন একডালিয়া এভারগ্রিন ক্লাবের সদস্যরা। অনুরাগী ও সংঘের সদস্যদের এমন ইচ্ছার কথা জানান, একডালিয়া এভারগ্রিনের কোষাধ্যক্ষ তথা প্রয়াত সভাপতির ৪৮ বছরের ছায়াসঙ্গী স্বপন মহাপাত্র।

স্বপনবাবুর কথায়, “সিদ্ধান্ত আমাদের হয়েছে ঠিকই, কিন্তু ছন্দবাণী বউদির (সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী) সম্মতি নিয়েই ক্লাব ভবনের নাম বদলে দেব। সরকার ও পুরসভার অনুমতি নিয়ে দাদার মূর্তিটাও বসানো হবে।”
আরও পড়ুন- ত্রিপুরা পুরভোটের আগে আগরতলায় প্রচারে ঝড় তৃণমূলের, হাড়ে কাঁপুনি বিজেপির






























































































































