শহরের তিন জায়গায় ফের বিধ্বংসী আগুন। একদিকে ট্যাংরা, অন্যদিকে শোভাবাজার, আরেকদিকে নারায়ণপুরের একটি গোডাউনে আগুন লাগে।রবিবার ভোররাতে ট্যাংরায় কিলখানা রোডে আচমকাই একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে।খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। এরপর যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলবাহিনী।

আরও পড়ুন:ত্রিপুরায় কুণালের বিরুদ্ধে ফের একাধিক মামলা দিল ভীত বিজেপি
নারায়ণপুর থানার অন্তর্গত মণিখোলাতেও আগুন লাগে। একটি ফোম কারখানাতেও বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অপরদিকে, এদিন ভোরে শোভাবাজারে হরিবোস লেনে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। ভোর ৪ টে নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে।জানা গেছে, ঘরের ভেতর ৬টি সিলিন্ডার মজুত ছিল। তবে স্থানীয়দের চেষ্টায় সিলিন্ডার তড়িঘড়ি বের করে আনা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে মুক্তি পায় বাসিন্দারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২টো ইঞ্জিন। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।









































































































































