মুক্তির প্রথম দিনেই ২৬ কোটির ব্যবসা ‘সূর্যবংশী’র

0
4

অনেক বাধার পর শুক্রবার অবশেষে মুক্তি পেয়েছে রোহিত শেট্টি পরিচালিত সিনেমা সূর্যবংশী (Sooryavanshi)। ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়েছে এই সিনেমা। প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে প্রায় ২৬ কোটি টাকার ব্যবসা করেছে সূর্যবংশী।

বিশ্বজুড়ে ৬৬টা দেশে মোট ১৩০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে সূর্যবংশী। ভারতে এই অ্যাকশন দৃশ্যে ভরপুর সিনেমা ৪০০০ পর্দায় মুক্তি পেয়েছে। সিংঘম, সিম্বা-র মতোই রোহিত শেট্টির পরিচিত ছকের কপ ইউনিভার্স সিনেমা। অ্যাকশন, রোমান্স, হাসি-মজা, ও রোমাঞ্চের মতো টানটান প্যাকেজ এই সিনেমা। অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফের পাশাপাশি এই সিনেমায় রয়েছেন জ্যাকি শ্রফ, গুলসন গ্রোভার, অভিমন্যূ সিংহ, সিকান্দার খের, নিকিতিন ধীর, জাভেদ জাফেরি। অজয় দেবগন ও রণবীর সিংয়েের রয়েছে ক্যামিও অ্যাপিয়ারেন্স।

আরও পড়ুন- জ্বালানির দাম থেকে ত্রিপুরা সন্ত্রাস, বিজেপিকে “হাইব্রিড শকুন” বলে কটাক্ষ কুণালের