সুপ্রিম কোর্টের রায় বজায় রেখেই পরিবেশবান্ধব বাজিতে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার, ফের কলকাতা হাইকোর্টের মামলা হয়৷ সেই মামলাতেই বুধবার এই রায় দেয় কলকাতা হাইকোর্ট।
২৯ অক্টোবর কালীপুজো, দীপাবলি, জগদ্ধাত্রীপুজো, ছটপুজো-সহ সমস্ত উৎসবে বাজি ফাটানোর ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু সোমবার সেই নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরিবেশ বান্ধব বাজি ব্যবহারে অনুমতি দেওয়া হয়। তবে, পরিকাঠামোগত বা অন্যান্য বিষয় নিয়ে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে আবেদন করা যাবে বলেও নির্দেশে জানায় সুপ্রিম কোর্ট। সেই প্রেক্ষিতেই হাইকোর্টে ফের আবেদন জানানো হয় মামলাকারী। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে মানা হয়, তা দেখার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহ পর এ বিষয়ে হলফনামা জমা দেওয়ারও কথা জানানো হয়েছে।































































































































