যিশুকে ভাইফোঁটা দিলেন কৌশিকী!

0
3

যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta) ভাইফোঁটা দিলেন কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty)! আর তারপরেই ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর সেটে হাসিতে ফেটে পড়েন বাকি বিচারক সহ অন্যান্যরাও।

আরও পড়ুন: ইমামবাড়ার সংস্কারে উদ্যোগী অসিত মজুমদার

কিন্তু ভাইফোঁটা কেন? ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর সেটের অন্যতম বিচারক কুমার শানুকে (Kumar Shanu) নিয়ে রসিকতায় মাতেন সঞ্চালক যিশু সেনগুপ্ত, বিচারক সোনু নিগম (Sonu Nigam)। মাঝেসাঝে তাতে যোগ দেন বিচারক কৌশিকী। কিন্তু কৌশিকীর দিকে যিশু ফিরলেই ব্যাপারটা যেন দুষ্টুমিষ্টি গোছের হয়ে যায়! মনে করা হচ্ছে, এই কারণেই কৌশিকী ভাইফোঁটা দিলেন যিশুকে।