নিউজিল্যান্ড ম‍্যাচে কেন রোহিতের বদলে ওপেন করলেন ইশান? জানালেন ভারতের ব‍্যাটিং কোচ

0
3

টি-২০ বিশ্বকাপে ( T-20 world cup) নিউজিল্যান্ডের (New Zealand) কাছে হারের পর সেমিফাইনালের রাস্তা বেশ কঠিন ভারতের (India) কাছে। নিউজিল্যান্ডের কাছে হারের পর বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট বিশ্বে। তার মধ‍্যে অন‍্যতম হল কিউয়িদের বিরুদ্ধে কেন অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মাকে তিন নম্বরে নামিয়ে তরুণ উইকেটরক্ষক ব্যাটার ইশান কিষাণকে পাঠানো হয় ওপেন করতে? মঙ্গলবার আফগানিস্তান ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নেরই উত্তর দিলেন ভারতীয় দলের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তিনি বলেন, সূর্যকুমার যাদবের পিঠে সমস্যা থাকায় ইশান কিষাণকে পাঠানো হয়। আর সিদ্ধান্ত টিম ম‍্যানেজমেন্টের।

রাঠৌর বলেন,” ম‍্যাচে আগের দিন পিঠে সমস্যা হচ্ছিল সূর্যকুমার যাদবের। তাই ইশান পরিবর্ত হিসাবে মাঠে নামে। আর এর আগে ও ভারতের হয়ে ওপেন করেছিল। তখন ভালো পারফরম্যান্স ছিল। আর এই সিদ্ধান্ত পুরো টিম ম‍্যানেজমেন্টের। এবং রোহিত সেই ম‍্যানেজমেন্ট এবং আলোচনার অংশ। ”

এরপাশাপাশি রাঠৌর আরও বলেন,” একজন বাঁ হাতি ব‍্যাটারকে উপরে পাঠানো দরকার ছিল। কারণ আমরা মিডল অর্ডারে বেশি বাঁ হাতি ব‍্যাটার চাইনি। ”

পরপর দুই ম‍্যাচ হেরে টি-২০ বিশ্বকাপে বেশ চাপে ভারতীয় দল। বুধবার বিশ্বকাপে তৃতীয় ম‍্যাচে নামবে বিরাট কোহলিরা। প্রতিপক্ষ রশিদ খানদের আফগানিস্তান। সেই ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:আগামী তিন মাস ফুটবলের বাইরে থাকবেন আগুয়েরো, রাখা হবে পর্যবেক্ষণে, জানাল বার্সা