দিনহাটা উপনির্বাচনে একতরফা ভাবে জয় ছিনিয়ে নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক মন্ডলকে ১ লক্ষ ৬৩ হাজার ০৫ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন।



মঙ্গলবার সকাল আটটায় ভোট গণনার শুরু থেকেই একতরফা ভাবে এগিয়ে চলেছিলেন উদয়ন। প্রতিটি রাউন্ডে রাউন্ডের শেষে নিজের ব্যবধান কেবল বাড়িয়েই চলেছিলেন উদয়ন গুহ। ৷
এদিকে ষষ্ঠ রাউন্ডের শেষেই বিরাট ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকার রেজাল্টে শুরু হয়েছে উল্লাস৷ সুভাষ ভবনের সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা উল্লাস শুরু করেন। উদয়ন গুহ ছিলেন সুভাষ ভবনে। সেখানেই উদয়ন গুহকে ঘিরে দলের কর্মীরা ভিড় করেন।





































































































































