সুদীর্ঘ তার কর্মজীবন । সুখ- দুঃখ, ভালো- মন্দ মেশানো নানা স্মৃতি জড়ানো তার অভিজ্ঞতার ঝুলি । নানা সময়ে বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া প্রীতি উপহারের সংখ্যাও কম নয় । তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bachhan) । ভারতীয় চলচ্চিত্র জগতের এক জীবন্ত কিংবদন্তি। শোনা যায় এমন সব স্মৃতিবিজড়িত বহুমূল্যবান দ্রব্য এবং নথি আছে বিগ বি-র কাছে যা আজীবন সংগ্রহে রাখার মত। অনেকেই নাকি বিগ-বির কাছে সে সব দেখতে চাওয়ার আবদার করেন। তাই নিজের ভক্ত-অনুরাগীদের কথা মাথায় রেখে নিজের মহামূল্যবান ব্যক্তিগত সম্পত্তি এবার নিলামে চড়াতে চলেছেন অমিতাভ বচ্চন।

নিজের ছবির সই করা ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা, ইত্যাদি নিলাম করবেন তিনি। তবে ক্রেতারা সরাসরি সব জিনিস পাবেন না। তা তাঁরা পাবেন নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি)-এর শর্তে। এই নিলাম হবে ১ নভেম্বর, সোমবার।

এনএফটি কী? এটি এক ধরনের ডিজিটাল ফাইল। যা ‘ব্লকচেন’ নামের এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে। এগুলি ফোটো, ভিডিয়ো, অডিয়ো অথবা অন্য যে কোনও ডিজিটাল ফাইল হতে পারে। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তার মালিকানা জনসমক্ষে ব্যক্ত করা যায়। যিনি এনএফটি কিনছেন, তিনি তাঁর ইচ্ছানুসারে যত বার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন। কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।এনএফটি এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে। এগুলি ফোটো, ভিডিয়ো, অডিয়ো অথবা অন্য যে কোনও ডিজিটাল ফাইল হতে পারে। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তার মালিকানা জনসমক্ষে ব্যক্ত করা যায়। যিনি এনএফটি কিনছেন, তিনি তাঁর ইচ্ছানুসারে যত বার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন। কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।


































































































































