হুমকির জেরে বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে ফেললেন সব্যসাচী

0
2

শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মঙ্গলসূত্রর বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে ফেললেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) । গত বুধবার সব্যসাচী নিজের অভিনব নকশায় তৈরি মঙ্গলসূত্রের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন । তারপর থেকেই শুরু হয় বিতর্ক । যদিও বিতর্ক মঙ্গলসূত্র বা মঙ্গলসূত্রর নকশা নিয়ে নয়। বিজ্ঞাপনটির প্রচারের ধরন নিয়ে। সব্যসাচী অন্তর্বাস পরিহিত এক মহিলার গলায় মঙ্গলসূত্রটি পরিয়ে এই বিজ্ঞাপন করেছিলেন । আর তা নিয়েই শুরু হয়েছিল

বিতর্ক । সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বিজ্ঞাপন বলে সব্যসাচীর বিরুদ্ধে তোপ দাগা শুরু হয়ে যায়।

 

তবে সোশ্যাল মিডিয়ার এই বিতর্ক ভিন্নমাত্রা পায় মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের হুমকিতে। রবিবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সব্যসাচীকে রীতিমতো হুমকি দিয়েছেন। সব্যসাচীকে বলা হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে ওই মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরানো না হলে শিল্পী বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরিয়ে না নেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এরই মধ্যে বিজেপি-র আইনি উপদেষ্টা আশুতোষ জে দুবে ‘অর্ধ উলঙ্গ মডেল’ ব্যবহার করে মঙ্গলসূত্রর বিজ্ঞাপন করায় সব্যসাচীকে আইনি নোটিস পাঠিয়েছেন। আর তারপরই দ্রুত এই বিজ্ঞাপনটি সরিয়ে নেন সব্যসাচী মুখোপাধ্যায়।