করোনাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(World health organisation) প্রধান হিসেবে তাঁকে ঘিরে কম বিতর্ক হয়নি। তারপরও কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হলেন টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus)। শুক্রবার জেনেভায় হু-এর প্রধান হিসেবে তার নামই ঘোষণা করা হয়েছে। ফলে আগামী পাঁচ বছর এই পদে বহাল থাকবেন ইথিওপিয়ার প্রাক্তন স্বাস্থ্য ও বিদেশমন্ত্রী। বিশ্বের মোট ২৮ টি দেশ মনোনয়ন পেশ করে টেড্রোস ঘেব্রিয়েসুসের নামেই সমর্থন জানিয়েছে।

করোনাকালে চিনের প্রতি নরম মনোভাব দেখানোর অভিযোগ উঠেছিল ঘেব্রিয়েসুসের বিরুদ্ধে। সেই সময় আমেরিকার তরফে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির জন্য সরাসরি দায়ী করা হয়েছিল চিনকে। বিষয়টি নিয়ে তদন্ত বসালেও লক্ষ্য করা গিয়েছিল চিনের প্রতি তাঁর নরম মনোভাব। তবে বিতর্ক থাকলেও সে ছায়া নির্বাচনে পড়েনি। জানা গেছে, আগামী বছর মে মাসে সংস্থার সাধারণ পরিষদের সভায় আনুষ্ঠানিক ভাবে হু প্রধান হিসেবে তাঁর নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন:দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা ভারতের
উল্লেখ্য, ঘেব্রিয়েসুসই আফ্রিকার প্রথম প্রতিনিধি যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে নির্বাচিত হওয়ার পর এবছরের আগস্টে তাঁর মেয়াদ শেষ হয়ে যায়। তবে তাঁর মনোনয়নের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে ফ্রান্স এবং জার্মানির সমর্থন পেয়েছিলেন।










































































































































