বুধের পরে বৃহস্পতিবার- ফের পাহাড়ের রাস্তায় জনসংযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। রবিবার 5 দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে (Siliguri) পৌঁছেই পরপর সভা করেছেন। সোমবার এবং মঙ্গলবার, প্রশাসনিক বৈঠক থেকে পাহাড়ে কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দার্জিলিং সমস্যার স্থায়ী সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ করেছেন তিনি। বুধবার, সকালে কার্শিয়ঙের রাস্তায় বেরিয়ে পাহাড়ি পথে হাঁটেন মমতা। রাস্তার ধারে দাঁড়ানো শিশুদের কাছে ডেকে নেন। রাস্তার পাশের চায়ের দোকানে বসে চা খান। শোনেন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গান। বৃহস্পতিবার সকালেও ফের পাহাড়ি পথ ধরেন মুখ্যমন্ত্রী। সেখানে রাস্তার ধারে শিশুদের সঙ্গে কথা বলেন। হাতে তুলে দেন চকলেট।
এরপর রাস্তার উপরেই এক জায়গায় বসে স্কুল পড়ুয়াদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা করেন মমতা। নাম জানার পাশাপাশি তাদের লেকাপড়া, স্কুল যাতায়াতের বিষয়ে খবর নেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিকরাও।
এদিনই পাহাড় থেকে গোয়া যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সন্ধেয় সেখানে পৌঁছেই একের পর এক বৈঠক করবেন তিনি। কিন্তু তার আগেই সকালে একেবারে অন্য মুডে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এত কাছ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা, কথা বলা, তাঁর হাত থেকে উপহার পাওয়ায় বেজায় খুশি কচিকাঁচারা।






































































































































