CAT-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব (Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Benarjee)। ২৮ মে প্রধানমন্ত্রীর ‘যশ’ পর্যালোচনা মিটিংয়ে উপস্থিত না থাকার কারণে তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করে কর্মীবর্গ দফতর। সেই মামলা কলকাতা থেকে দিল্লিতে সরাতে CAT-এ আবেদন করে তারা। ২২ অক্টোবর সেই আবেদনে মঞ্জুর করে মামলা দিল্লিতে সরানোর নির্দেশ দেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে তুষার ধসে বাংলার ৫ ট্রেকারের দেহ পাঠানো হল ময়নাতদন্তের জন্য
প্রিন্সিপাল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। বুধবার সেই আবেদনের শুনানির সম্ভাবনা।













































































































































