মাদক কাণ্ডে আজ ফের অনন্যার জিজ্ঞাসাবাদ হবে এনসিবি দফতরে

0
4

মাদক মামলায় (Drug Case) নারকোটিকস কন্ট্রোল ব্যুরো এনসিবি,(NCB) দফতরে আজ সোমবার তৃতীয়বার জেরার মুখোমুখি হতে চলেছে অনন্যা । বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে (Ananya Pandey) নিজেও বলিউডের নবীন প্রজন্মের প্রথম সারির অভিনেত্রী।

এনসিবি সূত্রে জানা গিয়েছে আজও অফিসার সমীর ওয়াংখেড়ে অনন্যার জিজ্ঞাসাবাদ করবেন। অনন্যাকে আজ সকাল ১১ টায় হাজির হতে বলা হয়েছে। বিলাসবহুল ক্রজ থেকে গ্রেফতার হওয়া শাহরুখ খানের পুত্র আরিয়ানের (Shahrukh Khan & Aryan Khan) হোয়াটস্যাপ চ্যাট পরীক্ষা করতে গিয়ে অনন্যার খোঁজ পায় অফিসাররা । তার বয়ান নথিভূক্ত করতে গত শুক্রবার এনসিবি আধিকারিকরা তাকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল।

advt 19