নামি আইনজীবীর হাত ধরেও জামিন মেলেনি শাহরুখ-পুত্র আরিয়ানের। বরং নাম জুড়েছে চাঙ্কি পাণ্ডের কন্যারও। এরইমধ্যে শনিবার সাতসকালে এনসিবি-র দফতরে পৌঁছলেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। এত সকালে হঠাৎ কেন তিনি সেখানে গেলেন, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, শাহরুখ পুত্রের অতীত চিকিৎসার নথি, তাঁর শিক্ষাগত যোগ্যতার নথি যাচাই করার জন্যই পূজাকে তলব করা হয়েছে।এনসিবি সূত্রের খবর, আরিয়ানের ঘনিষ্ঠ কোনও ব্যক্তি তাঁকে মাদক সরবরাবহ করতেন কি না, তারই অনুসন্ধান করছেন গোয়েন্দারা। সেই সূত্রেই পূজাকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।

আরও পড়ুন:জেলে গিয়ে এই প্রথম আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান
গত বৃহস্পতিবারই আরিয়ানের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ। ১৫ মিনিট সেখানে থাকার পর জেল থেকে বেরিয়ে যান কিং খান। এর কিছুক্ষণের মধ্যেই শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ পৌঁছয় এনসিবি। যদিও তল্লাশি চালানোর জন্য নয়, এনসিবি-র আধিকারিকরা সেদিন কিছু কাগজে সই করাতে ‘মান্নাত’-এ গিয়েছিলেন বলে জানান।
এরপর ফের পুজা দাদলানির এনসিবি-র দফতরে হাজিরা। কোন সূত্র ধরে এগোচ্ছে এনসিবি, তার উত্তর এখনও অধরা। তবে কী বড়সড় কোনও চক্রে ফাঁসতে চলেছে আরিয়ান?
































































































































