ফের উত্তপ্ত বাংলাদেশ। ভয়াবহ গুলির লড়াই বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে। সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত সাত। আশঙ্কাজনক ১০ থেকে ১২ জন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের থাইনখালির বালুখালি ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। অনুমান করা হচ্ছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষের জেরেই এই ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার আসল কারন এখনও খুঁজে বের করতে পারেনি পুলিশ।
বাংলাদেশের পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হামলায় ঘটনাস্থলেই মারা গিয়েছেন মহম্মদ ইদ্রিশ (৩২), মুফতি ইব্রাহিম হোসেন (২২), আজিজুল হক (২৬) এবং মহম্মদ আমিন (৩২) । আহতদের রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইদ্রিশ এবং ইব্রাহিম ওই মাদ্রাসার শিক্ষক। আজিজুল এবং আমিন দুজনেই ছাত্র। পরে, হাসপাতালে আরও দুই শিক্ষক নুর আলম ওরফে হালিম, মহম্মদ হামিদুল্লাহ এবং মাদ্রাসার ছাত্র নুর কায়সার মারা যায়। এই সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- তেইশের আগে অ্যাসিড টেস্ট বিজেপি-তৃণমূলের! ত্রিপুরায় পুরভোট ২৫ নভেম্বর, গণনা ২৮ শে
































































































































