রবিবারের ম‍্যাচের আগে বিরাট বাহিনীকে হুঙ্কার পাকিস্তান অধিনায়ক বাবর আজমের

0
4

রবিবার টি-২০ বিশ্বকাপে ( T-20 World Cup)  হাইভোল্টেজ ম‍্যাচে ভারতের ( india) মুখোমুখি পাকিস্তান (Pakistan)। সেই ম‍্যাচে নামার আগে বিরাট ( virat kohli)বাহিনীকে হুঙ্কার পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ( Babar Azam)। বললেন, টি-২০ বিশ্বকাপের ম‍্যাচে ভারতকে হারাবে পাকিস্তান।

টি-২০ বিশ্বকাপে এখনও অবধি পাঁচ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। এই পাঁচ বারে এক বারও জিততে পারেনি পাকিস্তান। তবে সেই অতীত নিয়ে মাথা ঘামাতে রাজি নন ববার। বরং রবিবারের ম‍্যাচেই ফোকাসড তিনি। বাবর বলেন,”বড় প্রতিযোগিতায় সব থেকে বেশি জরুরি হচ্ছে বিশ্বাস। দল হিসেবে আমারা যথেষ্ট আত্মবিশ্বাসী। অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবতে রাজি নই। রবিবার ভাল ক্রিকেট খেলার জন্য আমরা তৈরি। আরবের উইকেট কেমন হয় সেই বিষয় আমরা জানি। শেষ তিন, চার বছর ধরে এখানে আমরা  খেলছি। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জানে আমাদের ব্যাটাররা। রবিবার যে ভাল খেলবে সেই জিতবে। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমার বিশ্বাস আমরাই জিতব।”

ভারত-পাকিস্তান ম‍্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বাড়তি চাপ, মানছেন পাক অধিনায়ক। তিনি বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর পাঁচটা ম‍্যাচের থেকে অবশ্যই  আলাদা। ক্রিকেটার এবং দলের উপর বাড়তি চাপ রয়েছে। ক্রিকেটের উপর নজর দিতে চাই আমরা। শুধু ক্রিকেট নিয়েই ভাবতে চাই এখন। রবিবার ভাল ক্রিকেট খেলতে চাই।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে নামার আগে ভারতের ব‍্যাটিং লাইনআপকে ভয় পাকিস্তানের ব‍্যাটিং কোচ হেডেনের

advt 19