বৃষ্টি থেমেছে, ঘন কুয়াশা পাহাড- ডুয়ার্সে, ব্যাহত বিমান চলাচল

0
4

বৃষ্টি থেমেছে। কিন্তু, ঘন মেঘের ঘোমটায় যেন লুকিয়ে পড়েছে দার্জিলিং পাহাড়। মেঘলা আকাশ সমতলেও। সকাল থেকেই কুয়াশার চাদরের আড়ালে চলে গিয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। বেলা ৮টা অবধি ফগ লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে দেখা গিয়েছে চালকদের। তাপমাত্রা অবশ্য তেমন কমেনি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই ঘোরাফেরা করছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, দৃশ্যমানতা কমে গিয়েছে কুয়াশার কারণে। সে জন্য বাগডোগরা থেকে বিমান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটেছে।গত সোমবার থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে যায় পাহাড় ও ডুয়ার্স। ধসে দার্জিলিং, কালিম্পংয়ের বহু এলাকায় যোগাযোগ অস্বাভাবিক হয়ে পড়েছে। ধস সারানোর কাজ চললেও অনেক এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি। তবে বৃষ্টি কমায় ধস সরানোর কাজে আগের চেয়ে গতি এসেছে। তিস্তা, তোর্সা, কালজানি, রায়ডাকের জলস্তর কিছুটা কমেছে। বিপদের আশঙ্কা অনেকটাই কমেছে বলে সেচ দফতর জানিয়েছে।

advt 19