ধান্দাবাজ বিজেপির কথায় কান দেবেন না: আসানসোলবাসীর পাশে থাকার বার্তা বাবুলের

0
2

তিনি আসলে কোনওদিনই কোনও কিছুর পরোয়া করেন না। ১৯৯২ সালে গানের জন্য নামি ব্যাঙ্কের চাকরি ছেড়ে তৎকালীন বম্বে যেতে একবারও ভাবেননি। আবার আচমকা রাজনীতির ময়দানে নেমে আনকোরা জমিতে লড়াই করতেও পিছপা হননি৷ তিনি বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। সাংসদ পদ ছাড়ার দুদিন পর আবারও ফেসবুকে(Facebook) তাঁর ক্ষোভ উগরে দিলেন।

বৃহস্পতিবার বাবুল সুপ্রিয় ফেসবুকে বিজেপিকে(BJP) তুলোধনা করেছেন। বিশেষত শুভেন্দু অধিকারী গত কয়কেদিন বাবুলকে কটাক্ষ করেছেন। এদিন তাঁর নাম না করেই তাঁকে বিঁধেছেন বাবুল। তৃণমূল কংগ্রেসে যোগদান ও সাংসদ পদ ছাড়া নিয়ে বাবুলের বিরুদ্ধে শুভেন্দু অনেক কথাই বলেছেন। এরপর এদিন বাবুল সুপ্রিয় লিখলেন, যিনি তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে কথা বলছেন তিনি তাঁর বাড়ির ভিতরটা তাকিয়ে দখছেন না কেন?

বাবুল আরও লিখেছেন, যারা প্রকৃত কর্মীদের সঙ্গে বেইমানি করে বহিরাগতের চার্টার্ড প্লেনে চড়ায় সেই বিজেপির জন্য ২০১৪ সাল থেকে যেটুকু করেছি তাতে গর্বিত।

আরও পড়ুন:৯৫ শতাংশ ভারতীয়র পেট্রোলের প্রয়োজনই নেই, বলে দিলেন উত্তরপ্রদেশের এই মন্ত্রী

আসানসোলবাসীর প্রতি বাবুলের বার্তা, বিজেপির ধান্দাবাজদের কথায় কান দেবেন না। আমি আপনাদের ছিলাম আছি থাকব। আপনারা সবসময়ই আমার কাছে স্পেশাল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁকে পাবলিক সার্ভিসে ফিরিয়ে এনেছেন তা মনে করিয়ে দিয়ে বাবুল বলেছেন, আসানসোল বাসীর জন্য তিনি কাজ করবেন। এবং কিছু বাড়তি কাজও যে তিনি করতে চান সেকথাও জানিয়েছেন ফেসবুকে।

advt 19