টি-২০ বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখলেন ইনজামাম উল হক

0
2

২৪ অক্টোবর পাকিস্তানের ( Pakistan )বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (T-20 world cup) অভিযান শুরু করতে চলেছে ভারত ( India)। এই হাইভোল্টেজ ম‍্যাচে ভারতকে এগিয়ে রাখলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক ( Inzamam Ul Haq)। তিনি বলেন,  ভারত হল ‘ভয়ঙ্কর টি২০ দল’।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, “কোনও প্রতিযোগিতা কে জিতবে তা আগে থেকে বলা সম্ভব নয়। তবে জেতার কতটা সুযোগ রয়েছে তা বলা যেতে পারে। আমার মতে জেতার সুযোগ সব চেয়ে বেশি রয়েছে ভারতের। বিশেষ করে এই পরিস্থিতিতে। ওদের দলে অভিজ্ঞ টি-২০ ক্রিকেটার রয়েছে।”

এরপাশাপাশি অস্ট্রেলিয়া বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচের কথা ধরে বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচে খুব সহজ ভাবে খেলছিল ভারত। উপমহাদেশের মাটিতে ভয়ঙ্কর টি-২০ দল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৫ রান তুলতে কোহলিকেও নামতে হল না। টি-২০ বিশ্বকাপে ভারত খুবই শক্তিশালী দল।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19