সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে সোমবার বৃদ্ধির সঙ্গেই বন্ধ হয় ভারতীয় শেয়ার বাজার। সোমবার বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক ০.৭৫ শতাংশ বা ৪৫৯.৬৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬১,৭৬৫.৫৯ পয়েন্টে বন্ধ হয়। মঙ্গলবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই প্রথমবার ৬২ হাজারের মাইলস্টোন পার করল সেনসেক্স!
আরও পড়ুন- দফায় দফায় আলোচনার পরে আরজি করে ৩ বিভাগের স্নাতকোত্তরের পড়ুয়ারা যোগ দিলেন কাজে
মঙ্গলবার বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচক ৩৯১ পয়েন্ট বেড়ে ৬২,১৫৬.৪৮ পয়েন্টে খুলেছে। সকাল ১০টা ৯ মিনিট নাগাদ সেনসেক্স সূচক ০.২৪ শতাংশ বা ১৪৯.৩১ পয়েন্ট কমে ৬১,৬১৬.২৮ পয়েন্টে লেনদেন করতে দেখা গেছে। দিনের শুরুর দিকের লেনদেনে সেনসেক্স সর্বোচ্চ ৬২,২০১.৭২ পয়েন্টে পৌঁছে গিয়েছিল।
মঙ্গলবার ৬২,১৫৬.৪৮ পয়েন্টে খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স তার সর্বকালের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। দিনের প্রাথমিক লেনদেনে সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ৯টি স্টকের দর ঊর্ধ্বমুখী।
মঙ্গলবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১৮,৬০২.৩৫ পয়েন্টে খোলে। দিনের শুরুর দিকের লেনদেনে নিফটি সর্বোচ্চ ১৮,৬০৪.৪৫ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। মঙ্গলবারের প্রাথমিক লেনদেনে নিফটির ৫০টি স্টকের মধ্যে ২৯টি স্টকেরই দর ঊর্ধ্বমুখী।
লেনদেনে নিফটির ৫০টি স্টকের মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে লারসেন অ্যান্ড টুব্রো, টেক মাহিন্দ্রা, উইপ্রো, এইচইউএল এবং এইচসিএল টেক-এর শেয়ারের।
যদিও অনেকে বলছেন, তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি ও বহু শেয়ারের দামে কৃত্রিম উত্থানের মধ্যে শুধু আশার বশে এমন রকেট গতির উত্থান বেশ ঝুঁকির। দেকো সিকিউরিটিজ়ের কর্ণধার অজিত দে-র অবশ্য বক্তব্য ‘‘এখন অধিকাংশ শিল্পের অবস্থাই ভাল। যার প্রমাণ আগাম কর বা জিএসটি আদায় বৃদ্ধি। জুলাই-সেপ্টেম্বরে এখনও পর্যন্ত
বিভিন্ন সংস্থা ভাল আর্থিক ফল করেছে। আশা, পরের ছ’মাসে সার্বিক ভাবে সংস্থাগুলি আরও ভাল করবে। সেটা যদি হয়, তা হলে শেয়ারের দামে কৃত্রিমতা আছে বলে যাঁরা মনে করছেন, তাঁরা মত পাল্টাবেন।’’
































































































































