উৎসবের দিনগুলিতে হিংসার ঘটনায় ধর্ম-বর্ণ-রং না দেখে শান্তি ফেরানোর লক্ষ্যে কড়া পদক্ষেপ নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার রাজধর্ম পালন করে বড়সড় পদক্ষেপ গ্রহণ করলো হাসিনা সরকার।
বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে হিংসা বিধ্বস্ত জেলাগুলির পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে বদলির নোটিশ ধরানো হয়েছে। আজ, সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে। বদলি করা হয়েছে ফেনি, রাংপুর, চট্টগ্রাম, ঢাকা মেট্রোপলিটানের পুলিশ আধিকারিকদের।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান স্পষ্ট স্বীকার করে নেন, সম্প্রীতি নষ্ট করতেই এই ঘটনা কোনও দুষ্ট চক্রের
“পূর্বপরিকল্পিত”!
তাঁর কথায়, ”পবিত্র কোরানের মানহানি করা হয়েছে এমন অভিযোগ এনে কুমিল্লায় হিন্দুদের উপর হামলা পূর্বপরিকল্পিত ছিল। এর লক্ষ্য ছিল বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। এটি কোনও বিশেষ গোষ্ঠী দ্বারা প্ররোচিত। সব প্রমাণ পেলে আমরা তা প্রকাশ করব এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”
































































































































