প্রয়াত ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Math And Mission) প্রাক্তন অধ্যক্ষ স্বামী অমেয়ানন্দজী মহারাজ (Swami Ameyanandaji Maharaj)। বয়স হয়েছিল ৯০ বছর। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বেলুড় মঠের বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত মঠেই প্রয়াত মহারাজকে শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর ভক্ত ও অনুগামীরা। সোমবার রাত ৯টা নাগাদ বেলুড়েই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। স্বামীজীর প্রয়াণে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় বলেন, ‘রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী এবং রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকার প্রাক্তন অধ্যক্ষ স্বামী অমেয়ানন্দজী মহারাজের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর।
আরও পড়ুন- বিজেপি শাসিত ভোপালে হিন্দু যুবকের বাইকে ভ্রমণের অপরাধে তরুণীকে বোরখা খুলতে বাধ্য করা হল!
স্বামী অমেয়ানন্দজী রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি ২০১১ সালে রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকার অধ্যক্ষ পদের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর কর্ম ও শিক্ষা মঠ ও মিশনের অনুগামীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে আধ্যাত্মিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল।
































































































































