বিশ্ব ক্ষুধা সূচক: পাকিস্তান-বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত, অবাস্তব বলে ওড়াল কেন্দ্র

0
2

বিশ্ব ক্ষুধা সূচকে আরও অবনতি হল ভারতের। প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের থেকেও পিছিয়ে ভারত নেমে এল ১০১ নম্বর স্থানে। প্রসঙ্গত গত বছর অর্থাৎ ২০২০ সালে ভারত ছিল ৯৪ নম্বর স্থানে। যদিও ক্ষুধা সূচকেই গলদ রয়েছে বলে মন্তব্য কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। কেন্দ্রের দাবি, এই তালিকার সঙ্গে বাস্তবের কোনও যোগ নেই।

এই তালিকায় পাঁচের কম জিএইচআই স্কোর করে প্রথমসারিতে রয়েছে চিন, ব্রাজিল  ও কুয়েতের মতো ১৮ টি দেশ।

ক্ষুধা ও অপুষ্টির ভিত্তিতে যৌথভাবে এই তালিকা তৈরি করেছে আইরিশ ত্রান সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে। জিএইচআই ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। জিএইচআই রিপোর্টে ভারতের অবস্থাকে উদ্বেগজনক আখ্যা দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই তালিকায় বাংলাদেশ রয়েছে ৭৬ নম্বরে, পাকিস্তান রয়েছে ৯২ নম্বরে, নেপালের স্থান ৭৬, মায়ানমার রয়েছে ৭১ নম্বরে। পাকিস্তান, বাংলাদেশের তালিকার ওপরে স্থান দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্র।

আরও পড়ুন- আগামী বছরই সভাপতির দায়িত্বে রাহুল! CWC-র বৈঠকে সোনিয়া-পুত্রের মন্তব্যে ইঙ্গিত

advt 19