অধ্যক্ষের ইস্তফার দাবি নিয়ে ফের আন্দোলন নামলেন বিক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরুর পাশাপাশি রাস্তা অবরোধেও নামেন প্রতিবাদীরা। তাঁদের দাবি, অবিলম্বে অধ্যক্ষকে ইস্তফা দিতে হবে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে বিপাকে পড়েছেন আর জি কর হাসপাতালের (R G Kar Hospital) রোগীরা। জটিল হচ্ছে পরিস্থিতি।
ক্যাম্পাস (Campus) ছেড়ে রাস্তায় নেমে আন্দোলনে বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা। বেলগাছিয়া (Belgachia) ব্রিজের উপর বিক্ষোভে সামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ। অক্টোবরের শুরু থেকেই সমস্যার সূত্রপাত। কলেজ কাউন্সিলের ভোটাভুটি, অধ্যক্ষের ইস্তফা-সহ একাধিক দাবিতে কর্মবিরতি শুরু করে জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অভিযোগ, কলেজে সিন্ডিকেট (Syndicate) নেই। সামান্য বিষয় নিয়ে অনেক বেশি সমস্যা তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন-‘চিড়িয়াখানার জন্তু নন’, অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তোলা প্রসঙ্গে মন্তব্য মনমোহন-কন্যার
তবে যদিও কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে শীঘ্রই কলেজের স্টুডেন্টস কাউন্সিল (Students Council) গঠিত হচ্ছে। ইতিমধ্যে তৈরি হয়েছে তার খসড়াও।















































































































































